রাণীবাগান মোড়ে, গ্রেট ইষ্টার্ন ট্রেডিং কোম্পানীর সামনে অবস্থিত এই চপ ও তেলেভাজার স্টলটি দীর্ঘদিন ধরে সুস্বাদু ও বহুবিধ খাদ্যদ্রব্যাদি সরবরাহ করে আসছে। অতি সুলভ মূল্যে নানান স্বাদের চপ ও তেলেভাজা খাওয়ার জন্য প্রতিদিন বিকেল থেকে রাত অবধি এই স্টলের সামনে যথেষ্ঠ জনসমাগম লক্ষ্য করা যায়। এখানে শুধুমাত্র ক্যাশ পেমেন্ট গৃহীত হয়। বসে খাওয়ার সুব্যবস্থা আপাতত অনুপস্থিত। Service: Takeaway Meal type: Other Price per person: ₹1–200 Food: 4 Service: 3 Atmosphere: 2