এলাকার অনেক পুরনো চপের দোকান হিসাবে প্রসিদ্ধ। বহু মানুষ সকাল ,বিকেলে এই দোকান থেকে চপ কিনে খায়। সম্পূর্ণ নিরামিষ এই চপের দোকানটি প্রায় ১৫ বছরের অধিক পুরনো। প্রতিদিন সকাল বেলায় পাওয়া যায় - কচুরী, আলুর চপ, ফুলারী আর বেগুনি। আর বিকেলে অনেক ধরনের চপ পাওয়া যায়। যেমন - আলুর চপ, টমেটোর চপ, সয়াবিনের চপ, পাউরুটির চপ, ক্যাপসিকাম এর চপ। এছাড়াও পাওয়া যায় ফুকুরি, ধোঁকা, বেগুনি এবং কচুরী তো অবশ্যই। এখানে সকালে বিকেলে কচুরিরর সাথে ডুমো আলু ও মটরের তরকারি দেওয়া হয়। যা খেতে অত্যন্ত সুস্বাদু। এছাড়াও এখানের চপ খুব সুস্বাদু এবং কোনরকম শরীর খারাপ করেনা। আমি নিয়মিত এই দোকান এর খাবার খাই, এবং অনেক আনন্দ উপভোগ করি। Service: Takeaway Meal type: Breakfast Price per person: ₹1–200 Food: 5 Service: 5 Atmosphere: 3