কলকাতার নিউ টাউনে ১০০ কোটি টাকা ব্যায় করে এই হজ হাউসের নির্মাণ করা হয়েছে। কেউ কি একবারো জিজ্ঞাসা করেছেন যে বছরে মাত্র ৩টি মাস এই দুধেল গরুদের বসবাসের জন্য এই বিপুল অর্থ কেনো ব্যায় করা হলো? এই টাকা দিয়ে তো একটি খুব ভাল হাসপাতাল বা কোয়ারেন্টিন সেন্টার বা স্কুল তৈরি করা যেতো! সেক্যুলার, বাম, কংগ্রেস ও ছিন্নমূলিরা চুপ কেন, কিছু বলুন !!!