গোপাল দা একটি ছোট ঠ্যালা গাড়িতে তেলে ভাজা বিক্রি করেন। বিকেল থেকে রাত ১0টা পর্যন্ত তেলে ভাজা পাওয়া যায়। চপ, সিঙ্গারা, বেগুনী, পেয়াজি ইত্যাদি পাওয়া যায়। ওনার প্রচুর কাস্টমার আছে ঠিক টাইমে এসে অপেক্ষা করে গরম গরম নিয়ে যায়। খাবারের কোয়ালিটি বেশ ভালো দাম ও বাজার অনুযায়ী। Service: Take out Meal type: Other Price per person: ₹1–200 Food: 3 Service: 4 Atmosphere: 4 Recommended dishes: Chop, Beguni